নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা দিলেও আন্দোলন থামানো যাবে না বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
তিনি বলেন, যে আন্দোলন শুরু হয়েছে, মিথ্যা মামলা আর জুলুম নির্যাতন করে আমাদের থামানো যাবে না। নিশি রাতের সরকার হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করে ঘরে ফিরবো।
শুক্রবার বন্ধের দিনেও পুলিশকে বিশ্রাম দিচ্ছে না শেখ হাসিনা। কোথায় বিএনপি সমাবেশ করছে সেখানে পুলিশি পাহারা বসানো হচ্ছে। সমস্যা একটা, শেখ হাসিনা জনগণকে ভয় পায়। জনগণের ট্যাক্সের টাকায় যাদের চাকুরি, এই সরকার তাদেরকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে।
তারেক রহমান ও তার সহধর্মীনী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের ফরমায়েশি রায়ের প্রতিবাদে শুক্রবার (৪ আগস্ট) জেলা বিএনপি’র সমাবেশে লুৎফুর রহমান কাজল প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, ২১ আগস্ট দায়ের করা মামলায় তারেক রহমানের নাম ছিল না। পরে রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিতভাবে তাকে ওই মামলায় আসামিভুক্ত করা হয়েছে। জনগণ সব বুঝে।
২০১৪ সালে কুত্তামার্কা ভোট হয়েছে, বিশ্ববাসী দেখেছে। গেল বারে নিশিরাতের ভোটে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আগামীতে এরকম কোন নির্বাচন করতে দেওয়া হবে না।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় নেতা কাজল বলেন, এ সরকারের আমলে জনগণের জানমালের কোন নিরাপত্তা নাই। সাংবাদিকেরা সঠিক কথা লিখতে পারেনা। আদালত আওয়ামী লীগের হাতে নিয়ন্ত্রিত।
সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, বিএনপিকে ধ্বংস করার কুমানসে আদালতকে ব্যবহার করে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়েছে সরকার। অথচ এই দেশে কতো জটিল, কঠিন মামলা পড়ে আছে। রায় দিচ্ছে না। বছরের পর বছর ঝুলিয়ে রেখেছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার এখনো আলোর মুখ দেখেনি। সঠিক রায় দেওয়ার অপরাধে একজন বিচারককে দেশ ত্যাগে বাধ্য করেছে সরকার। এটি হলো আওয়ামী লীগের চরিত্র।
তারেক রহমান আরো বড় হয়ে, বীরবেশে দেশে ফিরবেন বলে মন্তব্য করেন বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী। তিনি বলেন, যতই রায় দেওয়া হোক, জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার আন্দোলন থামানো যাবে না। বিএনপি গণমানুষের দল। প্রয়োজনে আমরা রাজপথে রক্ত ঢেলে দেবো। আমরা সেই প্রস্তুতি নিয়েছি।
জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে শাহজাহান চৌধুরী বলেন, টেকনাফে নিরীহ লোকজনকে ধরে মুক্তিপণ আদায় করছে। পাহাড়ে নিয়ে খুন করা হচ্ছে। প্রতিদিন এমন ঘটনার খবর আসে। অথচ অপরাধীদের ধরতে পুলিশ ব্যবহার না করে বিএনপি দমনে ব্যস্ত সরকার।
মানুষের ক্ষোভ বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে পদত্যাগ করে একটি নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার আহবান জানান শাহজাহান চৌধুরী।
জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী ও সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বিএনপি’র কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি আলমগীর মু. মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা, কুতুবদিয়া বিএনপি সভাপতি জালাল আহমদ, রামু বিএনপি সভাপতি মুক্তার আহমদ, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, টেকনাফ বিএনপি সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, উখিয়া বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, মহেশখালী বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী, টেকনাফ বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন , পৌর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, জেলা কৃষক দলের সদস্য সচিব শরিফ উদ্দিন বাবুল, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরওয়ার রোমন, উখিয়া বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জহুর আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা নাসির উদ্দিন বাচ্চু, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, যোগাযোগ বিষয়ক সম্পাদক দোলন ধর, মহেশখালী যুবদলের সদস্য সচিব আনোয়ার পাশা, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবছার কামাল, যুগ্ম আহবায়ক আকতার নুর, শাহিনুল কাদের লিমন, আনছারুল হক, টেকনাফ যুবদলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম, কক্সবাজার পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক ছুরত আলম, জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল হক রাসেল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মনির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, মহেশখালী যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাশেম, শহর শ্রমিক দলের আহ্বায়ক আমানত শাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমরান সিকদার, টেকনাফ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হারুন, মহেশখালী যুবদলের যুগ্ম আহবায়ক আনসারুল্লাহ মিয়া, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাব উদ্দিন, জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ হোসেন মাদু, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক, পৌর ছাত্রদল নেতা রহিম উল্লাহ রানা প্রমুখ।