ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণি পয়েন্টে ঢোকার পথেই বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপন করা হয়েছে। সেখানে রয়েছে কামিনি, বকুল, পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম, চম্পা, শিউলি, জারুল, অর্জুন, কাঠবাদাম, মেহগনি ইত্যাদি।
রবিবার (১৩ আগস্ট) সকালে "গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এই প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম দিনে বনজ, ফলদ ও ওষুধী ১০০ চারা গাছ রোপন করা হয়েছে।
ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর আয়োজনে শুভাবর্ধনকারী এই কর্মসূচি উদ্বোধন করেন কক্সবাজার-২ (মহেশখালী- কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
ইকো লাইফ প্রকল্প ও নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) এর সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচিতে টুয়াক সভাপতি আনোয়ার কামাল, ফাউন্ডার চেয়ারম্যান এম.এ হাসিব বাদল, সাধারণ সম্পাদক এ.কে.এম মুনিবুর রহমান টিটু, সাবেক সভাপতি ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য এস.এম কিবরিয়া খান, সাবেক সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা আশেক, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস তুষার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ, আইসিটি বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক ফারুক আজম, সদস্য শহীদুল্লাহ নাঈম, কামাল হোসেন, জিল্লুর রহমান চৌধুরী, মোহাম্মদ সেলিম, হারুনুর রশীদ একা, মোহাম্মদ ইউসুফ, আবছার কামাল, মোঃ ফাহাদ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন কর্মসূচিতে নেকমের উপপ্রকল্প পরিচালক ডক্টর শফিকুর রহমান, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থাপক আব্দুল কাইয়ুমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ডক্টর শফিকুর রহমান বলেন, কক্সবাজারের বিভিন্ন এলাকায় প্রায় ৭০ হাজার গাছের চারা রোপণ করেছে নেকম। সবুজ প্রকৃতি গড়ে তোলার লক্ষ্যে তাদের এ কর্মসূচি অব্যাহত রয়েছে।