সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী (নজির হোসেন ঘোনা) আবু হুরায়রা নগর সমাজ কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত ১১ আগস্ট ৯৪ পরিবারের সদস্যদের প্রত্যক্ষ ভোটে আবুল কালাম সভাপতি ও বেলাল হোসেন রিশাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোঃ ইব্রাহিম, সহ সভাপতি মাঈন উদ্দিন, আবদুল হাকিম, হোছন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক শাহাজাহান মণির, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, প্রচার সম্পাদক শাহাব উদ্দিন আজাদ, দপ্তর সম্পাদক ওমর ফারুক, আইন বিষয়ক সম্পাদক মোঃ হারুন, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক সালেহ আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম খোকন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কবির আহমদ, দাওয়াহ সম্পাদক মোঃ শফিক, সদস্য খোরশেদ আলম, নুর মোহাম্মদ, আব্দু শুক্কুর, মোঃ ইব্রাহিম (২), মোঃ নাজিম।
উপদেষ্টা কমিটিতে রয়েছেন ১১ জন। তারা হলেন, চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ খালেদ সাইফী, ভাইস চেয়ারম্যান আনছার উল্লাহ খাঁন, সদস্য মাওলানা নুর হোছাইন, মাওলানা জাকির হোসেন রেজা, ইলিয়াস, অসিয়ুর রহমান, আনোয়ার হোছাইন, মোহাম্মদ আবু, মোহাম্মদ ইছমাঈল, সোনা মিয়া মাঝি, আশরফ মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ২০১৮ সালে আবু হুরায়রা নগর সমাজ স্থাপিত হয়। বিগত ৩ বছর যাবৎ কোনো পুর্ণাঙ্গ কমিটি না থাকায় সমাজের শৃঙ্খলা রক্ষা ও কার্য পরিচালনার জন্য ৩০ জুন মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা খালেদ সাইফীকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। ওই আহবায়ক কমিটির তত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।