প্রেস বিজ্ঞপ্তি
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে এক বর্ধিত সভার আয়োজন করেছে জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখা।
রোববার (১৩ আগস্ট) জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত জেলা সভাপতি শফিকুল ইসলাম কালুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এম. ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা আবদুল খালেক, সাবেক শ্রম সম্পাদক শামিম আহমদ, খোরশেদ আলম কুতুবী।
এতে বক্তব্য জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, সহ-সভাপতি আবদুল ওয়াদুদ, প্রচার সম্পাদক নেজাম উদ্দীন শাওন, সদস্য ফরিদুল আলম, মহেশখালী উপজেলা আহ্বায়ক আবদু শুক্কুর, সদস্য সচিব রিপন উদ্দিন রিপন, চকরিয়া উপজেলা সভাপতি বশির আলম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধলু, উখিয়া উপজেলা সদস্য সচিব মোঃ ইউনুস, চকরিয়া পৌর সভাপতি মোঃ হামিদ, ঈদগাঁও উপজেলা সদস্য সচিব সাইফুল ইসলাম।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে সর্বসম্মতিক্রমে নানা কর্মসুচী গৃহিত হয়।
কর্মসুচীসমূহ, ২৮ আগষ্ট সকাল ১০টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ১০.৩০ মিনিটে খতমে কোরআন ও দোয়া মাহফিল ও আলোচনা সভা, দুপুর ১.৩০ মিনিটে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ। এছাড়া প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের সাথে সমন্বয় করে মাসব্যাপী কর্মসুচী পালনের নির্দেশনা দেয়া হয়।
বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম সম্পাদক সৈয়দ রাশেদুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য গিয়াস উদ্দীন, কামরুল হাসান সোহেল, মোসলেহ উদ্দীন, সদর উপজেলা আহ্বায়ক মোঃ আবদুল্লাহ, উখিয়া যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম, পেকুয়া উপজেলা আহ্বায়ক নূরুল আবছার, যুগ্ম আহ্বায়ক রবিউল করিম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আহ্বায়ক তোয়াসিম আনোয়ার জিহান, সদস্য সচিব নিয়ামত, নির্মাণ শ্রমিক লীগের সভাপতি ইউসুফ, নুরুদ্দীন, মোঃ মোর্শেদ প্রমুখ
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।