সংবাদ বিজ্ঞপ্তি
মহান জাতীয় শোক দিবস পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা শাখা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ড এর স্থায়ী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন, খতমে কোরআন, দরুদ পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আয়্যুব বাঙ্গালী, বীর মুক্তিযোদ্ধা আল মাহমুদ শামসুল হুদা, বীর মুক্তিযোদ্ধা নাছির আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলার নেত্রীবৃন্দও উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানকে আরো সাফল্যমন্ডিত করে তুলেন।
সকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড – কক্সবাজার জেলা শাখার নেত্রীবৃন্দের উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অরুণোদয় স্কুল প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল এ পুস্পমাল্য প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন কক্সবাজার-০৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি সাইফুদ্দিন খালেদ, মোঃ হাসান মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সুজন তাহের চৌধুরী, অর্থ হিসাব ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল হক, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার বিন নাছির রিয়াদ, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন বিষয়ক সম্পাদক বিপ্লব দাশ, শিল্প ও বানিজ্ঞ বিষয়ক সম্পাদক শাহেদ বক্স, কার্যকরী সদস্য জুবাইর মোঃ ইউসুফ, ফরহাদ করিম, বোরহান উদ্দিন, মোঃ রিয়াজ উদ্দিন, যুগ্ন আহ্বায়ক (পৌর শাখা) হোসাইন মোহাম্মদ চৌধুরী।
বিশেষ ঘোষণা
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলার উদ্যোগে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আগামী ১৯ আগস্ট রোজ শনিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড, কক্সবাজারের স্থায়ী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন, খতমে কোরআন, দরুদ পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও মধ্যান্য ভোজের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সকল বীব মুক্তিযোদ্ধা সন্তানদের উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকদ্বয় বিনীত অনুরোধ জানিয়েছেন।