ইমাম খাইর, সিবিএনঃ
বৃহত্তর চট্টগ্রামের ৩৪ বছরের ঐতিহ্যবাহী স্বনামধন্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ও চট্টগ্রাম মেট্রোপলিটন ডায়াগনস্টিক সেন্টার এর ইনফরমেশন এন্ড সাপোর্ট সেন্টার এখন কক্সবাজারে। যেখানে চিকিৎসা সেবা সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।
শুক্রবার (১৮ আগস্ট) সকালে হাসপাতাল সড়ক সংলগ্ন খানেকাহ জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এ কে এম ফজলুল হক।
মানবসেবায় চট্টগ্রাম মেট্রোপলিট হাসপাতালের প্রশংসনীয় ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ওপেন হার্ট সার্জারি, হার্টের চিকিৎসাসহ ওয়ানস্টপ সার্ভিসের জন্য বিশ্বের আর কোথাও যেতে হবে না। একমাত্র আমরাই চিকিৎসার সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছি। মেট্রোপলিটন হাসপাতালের সব বিভাগে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক টিম। চিকিৎসাসেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তারই ধারাবাহিকতায় কক্সবাজারে ইনফরমেশন এন্ড সাপোর্ট সেন্টার করা হয়েছে।
ডাক্তার এ কে এম ফজলুল হক বলেন, কক্সবাজারে আমরা আন্তর্জাতিক মানের হাসপাতাল করতে যাচ্ছি। পুলিশ লাইনের সাথে লাগানো প্রায় ২৪ হাজার স্কয়ার ফিটের জায়গা পেয়েছি। সেখানে সিসিইও, আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউসহ সব ধরণের চিকিৎসার সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতাল প্রতিষ্ঠার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি বলেন, কক্সবাজারে হৃদরোগের কোনো চিকিৎসা নেই। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে একমাত্র হৃদরোগ নির্ণয়, চিকিৎসা ও ডায়ালোসিস করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, হাসপাতালের বোর্ড মেম্বার মিসেস আমিনা শাহীন, কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার শাহ আলম।
মেট্রোপলিটন হাসপাতালের ম্যানেজার (ব্যবসা উন্নয়ন) তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাক্তার কাউসার আলম, ল্যাব ডাইরেক্টর এম এ হাশেম, পুষ্টি বিশেষজ্ঞ মোঃ সাইফুল্লাহ ফারুকী, কক্সবাজার আদালতের সিনিয়র আইনজীবী সরওয়ার কামাল, হাসপাতালের সিএফও আরিফুল ইসলাম, এডভোকেট দেলাওয়ার হোসাইন, কক্সবাজার প্রকল্প ব্যবস্থাপক রেজাউল করিম রাজু, দৈনিক সংগ্রামের কক্সবাজার জেলা সংবাদদাতা কামাল হোসেন আজাদ, খানেকাহ জামে মসজিদ কমিটির সভাপতি হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, যুগ্ম সম্পাদক এমইও বাহাদুর, হাসপাতাল রোডের বিশেষ ব্যবসায়ী মোহাম্মদ ওসমান, দৈনিক হিমছড়ি বার্তা সম্পাদক হুমায়ুন সিকদার, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ও সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর, মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র এক্সিকিউটিভ মোঃ আরিফ মইনুদ্দিন, কক্সবাজার সেন্টারের ইনফরমেশন অফিসার এসএম জাফর আলমসহ সংশ্লেষ্টরা উপস্থিত ছিলেন।