ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়রের দায়িত্বভার গ্রহণ করলেন মাহাবুবুর রহমান চৌধুরী।
শুক্রবার (১৮ আগস্ট) বিকালে দায়িত্বভার অর্পণ করেন বিদায়ী মেয়র মুজিবুর রহমান।
আর বরাবরের মতোই নির্বাচনী ইশতেহার অনুসরণ করে আগামী সোমবার (২১ আগস্ট) থেকে নালা নর্দমা দখলকারীদের বিরুদ্ধে অ্যাকশানে নামার ঘোষণা দিয়েছেন মাহাবুবুর রহমান চৌধুরী।
তিনি বলেন, রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে কর্মা পরিকল্পনা তুলে ধরব। এরপর কক্সবাজার পৌরসভাকে গ্রীন-ক্লিন পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য কাজ শুরু করব।
দায়িত্বভার গ্রহণ উপলক্ষে পৌর ভবনের তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। তিনি বিদায়ী ও নবনির্বাচিত মেয়রের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য দেন।
গেল পাঁচ বছর দায়িত্ব পালনের সফলতার কথা তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী মেয়র মুজিবুর রহমান।
তিনি বলেন, নবনির্বাচিত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী আমার সহযোগিতা চাইলে সধ্যমতো সহযোগিতা করব। আমার সময়কালে গৃহীত প্রকল্পসমূহ বাস্তবায়ন করলেই পৌর এলাকার চিত্র পাল্টে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম।
স্মৃতিচারণ করে বক্তব্য দেন, বিদায়ী কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, প্রশাসনিক কর্মকর্তা রাসেল চৌধুরী।
নতুন পৌর পরিষদের পক্ষে কাউন্সিলরদের মধ্যে হেলাল উদ্দিন কবির, শাহেনা আকতার পাখি বক্তব্য রাখেন।
এ সময় নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায় ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সরওয়ার সালাম, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।