ওমর ফারুক, উখিয়া
কক্সবাজারের অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠনন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাবের গৌরবে ১ম বর্ষপূর্তি উপলক্ষে চট্রগ্রাম বিভাগীয় ৪০টি সেচ্ছাসেবী সংগঠন নিয়ে পালিত করেছে বর্ষপূর্তি অনুষ্ঠান ও মিলন মেলা।
শনিবার (১৯আগস্ট) সকাল ১০টা থেকে উখিয়ার পালংখালী ইউনিয়ন-এর সেচ্ছাসেবী সংগঠন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সকল সেচ্ছাসেবী সংঘটন নিয়ে পালংখালী ইউনিয়ন পরিষদ হলে এই আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর উপ-প্রধান উপদেষ্টা এম এ মনজুর।
ইউএনডিপি কর্মকর্তা কেফায়েত উল্লাহ সাজ্জাদ, আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর সাংবাদিক নুরুল বশর, সাংবাদিক তাহের নাঈম, জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার উখিয়া প্রতিনিধি ও দৈনিক দুরন্ত পোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক সংবাদকর্মী ওমর ফারুক,ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি ও আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর সদস্য সংবাদকর্মী রাশেদুল আলম,আহমেদ আলী, জাহাঙ্গীর আলম,উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ ইব্রাহিম, তাজমান হাসপাতালের মেডিকেল অফিসার ডা: হাফেজ আবদুল কাদের তাজমান হাসপাতালের চেয়ারম্যান আবুল আল নোমান প্রমূখ।
সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ খাইরুল আমিন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন হারুন অর রশিদ খোকন।
এতে সেচ্ছাসেবী হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি,স্বপ্নতরী সেচ্ছাসেবী যুব সংগঠন,রামু ব্লাড ডোনার'স সোসাইটি,তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি, অভিযাত্রিক ব্লাড ব্যাংক কক্সবাজার,চকরিয়া ব্লাড ডোনেটিং ক্লাব,উলুবনিয়া একতা সংঘ,কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব,তেলখোলা সমাজ কল্যাণ সমবায় সমিতি লিঃ,উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট,তারুণ্যের অভিযাত্রিক কক্সবাজার,সাংস্কৃতিক সংসদ উখিয়া,আর.এস.এ ব্লাড ফাউন্ডেশন,তেলখোলা ইয়ং স্টার ক্লাব,উখিয়া ব্লাড ব্যাংক,যুব ব্লাড ফাউন্ডেশন কক্সবাজার,জোয়ারিয়া নালা স্বেচ্ছাসেবক টিম,সবুজ বাংলা ব্লাড ব্যাংক (এস বিবিবি),খুনিয়াপালং মানবিক টিম,রিয়াজ উদ্দিন বাজার ব্লাড ডোনার'স ক্লাব,টেকনাফ ব্লাড ফাউন্ডেশন,থাইংখালী ব্লাড ডোনার'স সোসাইটি
Youth Organization for social development (YOSD),টেকনাফ ব্লাড ডোনার'স সোসাইটি, কক্সবাজার,মানবতার জন্য জীবন,কোনাখালী ব্লাড ব্যাংক,মালুমঘাট ব্লাড ব্যাংক ( M.B.B), চেঞ্জ সোসাইটি DK, হাসি মুখ ফাউন্ডেশন,moulabipara independent club - MIC,আস্থা ব্লাড ডোনার'স সোসাইটি,আবহাওয়া জলবায়ু পরিবর্তন গ্রীন হাউস ইফেক্ট লি,অগ্রগামী সেচ্ছাসেবী সামাজিক সংগঠন, বটতলী,, ফারিয়া পালংখালী, ইসলামপুর ব্লাড ডোনার'র সোসাইটি ঈদগাহ,রামু ব্লাড ডোনার'স এসোসিয়েশন, ব্লাড ডোনেশন ক্লাব চকরিয়া,কক্সবাজার ব্লাড ব্যাংক,চকরিয়া ব্লাড ডোনার'স সোসাইটসহ ৪০টি সেচ্ছাসেবী সংগঠকরা।
অনুষ্টানে বক্তারা বলেন, আগে গর্ভকালীন প্রসূতির সময় রক্ত না পেয়ে আগে অনেক মায়ের মৃত্যু হত। সেখানে এখন সেচ্ছাসেবীরা এখন ব্লাড ম্যানেজ করে একটি বড় ভূমিকা পালন করতেছে। তাই তরুণ সেচ্ছাসেবীরাই সাধারণ মানুষের শক্তি, আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ।
আরো বলেন, কক্সবাজরের এক মহৎকাজকে সামনে নিয়ে এগিয়ে আসছে উখিয়ার পালংখালী থেকে আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব তথা অরাজনৈতিক সেচ্ছাসেবী সংঘটন ।এই সেচ্ছাসেবী সংগঠন কক্সবাজার জেলা সহ সারাদেশকে মানবতার কাজে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।
সাথে আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাবকে সকলে উৎসাহ দিয়ার একান্ত কামনা করেন বক্তারা।
আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব-এর সেচ্ছাসেবীরা মনে করেন, চট্টগ্রাম বিভাগীয় সেচ্ছাসেবীর মিলন মেলা মানে একটা প্লাটফর্মে গিয়ে মানবতার কাজকে প্রসার করা এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা। তাই সকল আগত সেচ্ছাসেবী সংঘটনকে তাদের ডাকে ছাড়া দেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
সে সাথে আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাবের এমন বর্ণাঢ্য আয়োজনে দেশের সেচ্ছাসেবীদের মানবতার কাজে অন্যদের উৎসাহিত করবে বলে মনে করেন সচেতন মহল।
আলোচনা সভা শেষে কৃতিত্বের জন্য স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান করা হয়।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়।