সংবাদ বিজ্ঞপ্তি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর পরিবারের এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২৩ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা যথাযোগ্য মর্যাদায় গত ১৯ আগস্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
উক্ত কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন ও বিশেষ মোনাজাত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কালোব্যাজ ধারণ, শোক সভা, শিক্ষার্থীদের মধ্যে আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও গণ ভোজ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ড কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমল বলেন "জাতি চাইলেও এক হাজার বছরেও একজন বঙ্গবন্ধুকে পাবে না। বঙ্গবন্ধু একজনই ছিলেন। আমাদের সবার উচিত দেশ ও জাতি গঠনে জাতির পিতার আদর্শকে বহন করে চলার। আর এই গুরু দায়িত্ব শতভাগ অনুধাবন করে বাস্তবায়ন করতে পারবে আগামীর প্রজন্ম মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা শাখার তরুন যুবারা।"
এছাড়াও ১৫ আগস্টের ঘটনা ও ভবিষ্যত প্রজন্মের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নব নির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ও দমন ট্রাইবুনালের পিপি এডঃ হাবিবুর রহমান, চকরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ -সভাপতি রেজাউল করিম, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার জজ কোর্টের স্পেশাল পিপি এডঃ সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজা।
১৯৭৫ সালে স্বপরিবারে বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ইতিহাস ও কক্সবাজারের অবস্থার বিস্তারিত বিবরণ তুলে ধরেন যুদ্ধকালীন কমান্ডার ও জয়বাংলা বাহিনী ৭১ এর প্রধান বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের সাবেক প্রতিষ্ঠাতা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কক্সবাজার জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জেলার সাবেক সহকারি কমান্ডার আলহাজ্ব মোঃ মাসুদ কুতুবী, সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. আজিজুর রহমান, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ঈদগাও উপজেলার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ শামসুল হুদা চৌং, মহেশখালী উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সালেহ আহম্মদ, মহেশখালী উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলহাজ্ব মোঃ সলিমুল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম চৌং,
বীর মুক্তিযোদ্ধা আক্তার নেওয়াজ খান বাবুল, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ফিরোজ খান, বীর মুক্তিযোদ্ধা আইয়্যুব বাঙ্গালী, বীর মুক্তিযোদ্ধা আল মামুন শামসুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাছির আহমদ চৌং, বীর মুক্তিযোদ্ধা এ কে এম মনছুরুল হক, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান, ঈদগাহর বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোাদ্ধা আমীর হামযাহ, বীর মুক্তিযোদ্ধা এড. আবুল কালাম আযাদ, বীর মুক্তিযোদ্ধা সুনীল বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম প্রমুখ।
উক্ত অনুষ্ঠান মালায় সন্তান কমান্ডের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন সংগঠনটির সহ - সভাপতি ও ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, টিপু সোলতান, সহ সভাপতি মোঃ হাসান মাহমুদ চৌধুরী, সহ সভাপতি মুবিনুল হুদা চৌধুরী সোহাইল, আবু সুফিয়ান রুমি, আনসারুলহক ভুট্টো, সাধারণ সম্পাদক মোঃ সুজন তাহের চৌধুরী, অর্থ হিসাব ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল হক, পৌর শাখার যুগ্ম আহবায়ক মোঃ সুলতান মাহমুদ, উখিয়া উপজেলা শাখার আহবায়ক নুরুল আবছার চৌং এতে সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সহ সভাপতি সাইফুর রহিম, যুগ্ন সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী, মীর হাসান সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, মিসবাহুল আলম চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার বিন নাছির রিয়াদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল মাহমুদ সাকিব, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন বিষয়ক সম্পাদক বিপ্লব দাশ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহেদ বক্স, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এম. আশরাফুল আজিজ সুজন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য ইফতেখার উদ্দিন বায়োজিত, কামরুল হাসান নয়ন, জুবাইর মোঃ ইউসুফ, ফরহাদ করিম, তন্ময় সুশীল বিশ্ব, তৌফিক ইলাহী, মোঃ জসিম উদ্দিন, আবু তৈয়ব, হুমায়রা আক্তার, বোরহান উদ্দিন, আবদুর রশিদ, মোঃ রিয়াজ উদ্দিন, যুগ্ন আহ্বায়ক (পৌর শাখা) হোসাইন মাহমুদ চৌধুরী, সুুমন দাশ, আবছার কামাল নাজমুল ইসলাম, আরিফ মাহমুদ চৌধুরী।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সভাপতি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ।
সভাপতি মোঃ মোস্তফা কামালের সমাপনী বক্তব্যে মধ্যদিয়ে দিনব্যাপি সফল অনুষ্ঠারের সমাপ্তি ঘোষনা করা হয়।