হ্যাপী করিম, মহেশখালী প্রতিনিধি:
কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদরাসায় শিক্ষার মান উন্নোয়নের লক্ষ্যে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ আগষ্ট) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে মাদ্রাসা সুপার মাওলানা আজহারুল ইসলাম এর আহ্বানে এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা’র সিনিয়র শিক্ষক নুরুল আমিন।
এতে নবাগত মাদ্রাসা সুপার মাওলানা আজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মাহমুদুল করিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদ্রাসার পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য
ফরিদ আহমদ চৌধুরী, শফিউল আলম।
এছাড়া বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের
শিক্ষক রিপন মিয়া, মোহাম্মদ হোসেন, মহেশখালী প্রেসক্লাবের সম্মানিত সদস্য নুরুল করিম, মাওলানা সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, মান্নান, দিদারুল ইসলাম,
নেছারুল করিম, জাহাঙ্গীর আলম প্রমুখ। উল্লেখ্য, অত্র মাদ্রাসায় নুরানী বিভাগ রয়েছে।
এসয়ম অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, অভিভাবক ও শিক্ষকের উদ্দেশ্য এক ও অভিন্ন। আর তা হলো শিক্ষার্থীদের সর্বোচ্চ কল্যাণ সাধন ও তাদের স্বপ্ন পূরণে সঠিক দিক নির্দেশনা প্রদান। তাই অভিভাবকদের সুচিন্তিত মতামত ও পরামর্শ মন খুলে প্রকাশের জন্য উদাত্ত আহ্বান জানান। তাদের মতামত ও পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মাদ্রাসা সুপার মাওলানা আজহারুল ইসলাম তার বক্তব্যে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষান মান আরো তরান্বিত ও সমৃদ্ধ করার আশা ব্যক্ত করে অনুষ্ঠান শেষে দোয়া পাঠের মাধ্যমে মত বিনিময় সভা সমাপ্ত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।