আব্দুস সালাম,টেকনাফ :
কক্সবাজার উখিয়ার পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গ্রেফতারকৃত আসামী হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মোছার খোলা এলাকার বেসারত আলীর আব্দুল্লাহ (৩৯)।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন’ ও গণমাধ্যম) মোঃ আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাতে র্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উখিয়া থানাধীন পালংখালী এলাকায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আব্দুল্লাহ (৩৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী অস্ত্র মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত এবং তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা নং-৫৮
(৩) ২১, ১৮৭৮ সনের অস্ত্র আইন এর ১৯(এফ) ধারায় মামলা রয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।