মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

নাইক্ষ্যংছড়ি সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন সিএনজি দুর্ঘটনায় গুরতর আহত হয়েছেন।

মঙ্গলবার ২২ আগস্ট সকাল সাড়ে ৯ টার দিকে সিএনজি যোগে কলেজে যাওয়ার সময় রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের নাইক্ষ্যংছড়ি হাসপাতালের সামনে নাইক্ষ্যংছড়ি মুখী সিএনজি-টি দুর্ঘটনায় পতিত হয়। এতে অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন গুরতর আহত হন। দুর্ঘটনায় তাঁর গাড়ের নীচের হাড় ফেটে (ফ্র্যাকচার) গেছে।

পরে অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন-কে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে হাসপাতালের অর্থোপেডিক্স সার্জনেরা তাঁকে জরুরি চিকিৎসা সেবা দেন।দুর্ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের দেওয়া বর্ননা মতে, অধ্যাপক চন্দন বড় ধরণের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন চিকিৎসা নিয়ে এখন কক্সবাজার শহরের কৃষি অফিস সড়কস্থ “শর্মা কমপ্লেক্স” এ নিজ বাসভবনে রয়েছেন। চুরাশিয়ান প্রিয়তোষ শর্মা চন্দন এর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন-তাঁর সহধর্মিণী শর্মিলা সেন এ্যানী।