আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁওতে ৪৪ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) র্যাব কক্সবাজারের একটি চৌকস দল ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বন্কিম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
ধৃত মাদক কারবারি মোঃ ইয়াছিন (৩০) উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের বঙ্কিম বাজার এলাকার মৃত নুর আহম্মদের পুত্র।
প্রাপ্ততথ্যে জানা যায়, র্যাব-১৫ কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বর্ণিত স্থান ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনার জন্য অবস্থান নেয়।
র্যাবের উপস্থিতি আচ করতে পেরে পালানোর চেষ্টা কালে উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এসময় ধৃতের দেহ তল্লাশী করে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে ঈদগাঁও থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।