নিজস্ব প্রতিবেদক
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে নজরুল-আব্বাসউদ্দিন সেন্টার কক্সবাজার।
শনিবার (২৬ আগস্ট) রাতে শহরের অভিজাত হোটেলের কনফারেন্স হলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেন্টারের সহসভাপতি এডভোকেট মুহাম্মদ আখতার উদ্দিন হেলালী।
নির্বাহী পরিচালক অধ্যাপক ফরিদুল আলমের সঞ্চালনায় নজরুল আড্ডা ও আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সেন্টারের সভাপতি এডভোকেট রমিজ আহমেদ।
নজরুলের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান নির্বাহী পরিচালক এডভোকেট জি এ এম আশেক উল্লাহ।
আলোচনা ও নজরুল আড্ডায় অংশ গ্রহণ করেন, পরিচালক এমএ মান্নান, অধ্যক্ষ দিদারুল্লাহ, অধ্যাপক মোঃ সৈয়দ নুর, আবুল কাশেম, মোহাম্মদ আলী, ইমাম খাইর, মোঃ মাহবুবুল আলম, ইসলাম মাহমুদ, আতিকুর রহমান মানিক, জাহেদুল গণি, সদস্য এডভোকেট মোহাম্মদ ইছহাক ও মুহাম্মদ আলম মাসুদ।
সভার প্রারম্ভে পরিচালক (প্রবাস) এমএ মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সেন্টারের পরিচালকবৃন্দ।
নগ্ন সংস্কৃতি থেকে আগামী প্রজন্মকে রক্ষায় নজরুলের সাহিত্য কর্ম ও গান চর্চার আহবান জানান বক্তারা।