নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসায় নসীহা প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) রাতে শহরের থানার পেছনের সড়কের হোটেল নূরে ছকিনাস্থ ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও ইসলামিক চিন্তাবিদ আদম আলী।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দারুল আরক্বম আল ইসলামিয়া উত্তরার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সানাউল্লাহ আল আজহারী, কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি ইমাম খাইর ও অভিভাবক জাহাঙ্গীর আলম।

দারুল আরক্বমের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের হাফেজ ও আলেম হওয়ার আহ্বান জানান প্রধান অতিথি আদম আলী।

অতিথিবৃন্দ মাদরাসার পাঠদান, শিক্ষার্থীদের কুরআন তেলাওয়াত ও পরিবেশ দেখে মুগ্ধ হন।

বিশেষ করে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজীর মতো একজন দক্ষ দাঈর মাধ্যমে দ্বীনি শিক্ষা বিস্তারের জন্য অতিথিবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তারা দারুল আরক্বমের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

মাদরাসায় এসে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করায় অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী।