শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়া প্রতিনিধি:
মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (২ ই সেপ্টেম্বর) কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণের সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
ওই জেলের নাম মোঃ আলম (৪৩)। তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জইজ্যার পাড়া গ্রামের মৃত মকবুল আহমেদের ছেলে।
পুলিশ জানায়, ট্রলারটি ২৮ আগষ্ট সকালে ১০ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরের গভীর অংশে মাছ ধরতে যায়। ৩০ আগষ্ট মাছ ধরা শেষে তীরে রওনা দেওয়ার পথে লাসপাতা নামক স্থানে ট্রলারটি ডুবে যায়। ৮ জনকে দেলোয়ারের মালিকানাধীন ট্রলার উদ্ধার করলে ট্রলারের মাঝি মোঃ আলম ও মাল্লা মঈনুদ্দিন (২৩) নিখোঁজ হয়। শুক্রবার মাল্লা মঈনুদ্দিনের লাশ ডুবে যাওয়া ট্রলারের ভিতরে পান। আজ শনিবার কুতুবদিয়ার চ্যানেলের দক্ষিণে মাঝি মোঃ আলমের মরদেহ ভাসমান অবস্থায় কোস্টগার্ড উদ্ধার করেন। পরে পরিবারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করেন।
কুতুবদিয়া থানার তদন্ত ওসি কানন সরকার জানান , শনিবার উত্তর ধূরুং ইউনিয়নের মোঃ আলম (৪৩) নামের এক নিখোঁজ জেলের অর্ধ-গলিত ভসমান মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার হওয়া মরদেহ থানায় আনা হয়েছে। পরবর্তীকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।