প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ কর্মী নুরুল আলম আর নেই (ইন্না….. রাজেউন)। শনিবার দুপুরে তিনি আকস্মিক বুকে ব্যথা অনুভব করে কক্সবাজার সদর হাসপাতালে গেলে সেখানে মৃত্যুরকোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।

মরহুম নুরুল আলম লালদিঘীরপাড় বঙ্গবন্ধু সড়কের ব্যবসায়ি সংগঠক ও জেলা কৃষক লীগের সাংস্কৃতিক সম্পাদক হারুন উর রশিদ, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি, জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন ও বিজয়বাংলা নিউজের কক্সবাজার জেলা প্রতিনিধি আনোয়ার হাসান চৌধুরী এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সদস্য, গীতিকার আশিক বন্ধু’র ফুফাতো ভাই।

মরহুমের ১ম নামাজে জানাজা এদিন বিকেল ৪টায় কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে এবং ২য় নামাজে জানাজা রাত ৯টায় চট্টগ্রামের লোহাগাড়ার মল্লিক ছোবহান মনুমিয়া চৌধুরী পাড়ার আল কুদ্দুস ইবতেদায়ী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দুটি জানাযায় ব্যাপক মুসল্লীর সমাগম হয়।

কক্সবাজার জানাযায় স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত কথা বলেন ব্যবসায়ি নেতা মোস্তাক আহমদ, আমিনুল ইসলাম চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সদস্য মাসুকুর রহমান বাবু ও মরহুমের ছোট ভাই ভাই সরওয়ার আলম।

এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত ৩নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল, সিনিয়র সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম ও ব্যবসায়ি সংগঠক ফিরোজ আহমদ ওসমানী।

উল্লেখ্য, ‘মরহুম নুরুল আলম’ মল্লিক ছোবহান মনুমিয়া চৌধুরী পাড়া নিবাসী হাজী মরহুম কালা মিয়া (প্রকাশ কালু সওদাগর) এর বড় পুত্র।

বিভিন্ন মহলের শোক : বিশিষ্ট ব্যবসায়ি নুরুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নবনির্বাচিত পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, ব্যবসায়ি নেতা জেবর মুল্লুক, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট তাপস রক্ষিত, জেলা মডেল কৃষক লীগ সভাপতি রশিদ আহমদ, সহ সভাপতি আনিসুল হক চৌধুরী, সহ সভাপতি জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সাংবাদিক সংসদ কক্সবাজার সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী, মানবাধিকার সংগঠক এসএম ছৈয়দ উল্লাহ আজাদ ও কক্স মিডিয়া এসোসিয়েশন সভাপতি মোঃ মীর মোশাররফ হোসেন প্রমুখ।