মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া আর নেই। মঙ্গলবার ৫ আগস্ট বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজেউন)।
অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া পেকুয়া উপজেলার গোঁরখিলা গ্রামের মৃত নজির আহমদের পুত্র। তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কয়েকবার সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি কক্সবাজার শহরের বদরমোকাম এলাকায় বসবাস করতেন।
অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া ১৯৯১ সালের ১৬ অক্টোবর একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।