নুরুল কবির, বান্দরবান
বান্দরবানে এক ইট ভাটা ম্যানেজারকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে বান্দরবান সদর উপজেলার ক্যামলং মকছুদ কোম্পানীর মালিকানাধীন ইট ভাটায় এ ঘটনা ঘটে। অপহৃত ম্যানেজারের নাম মো: ইউসুফ(৪২)। ঘটনার সত্যতা স্বীকার করে ইট ভাটার মালিক মো: মকছুদ কোম্পানী জানান, রাতে ইট ভাটার অফিস থেকে ১০/১২ জন যুবক অস্ত্রের মুখে ম্যানেজারকে তুলে পাহাড়ের দিকে চলে যায়। অন্যান্য লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তিনি আরো জানান,স্থানীয় যে কয়েকটি অস্ত্রধারী দল রয়েছে তাদের সাথে ভাল যোগাযোগ ও সম্পর্ক রয়েছে। তারা এই কাজ করেনি। ইট ভাটার পাশে সোনাই ঝিরি এলাকায় সাম্প্রতিক সময়ে গড়ে উঠা একটি ডাকাত দল রয়েছে। ম্যানেজাকে এই ডাকাত দলের সদস্যরা অপহরণ করেছে বলে তাহার ধারনা। এর আগে এই ডাকাত দল আরো কয়েক জন ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে বলে তিনি জানান। এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)মির্জা জহির উদ্দীন জানান, অপহরনের বিষয়ে এখনো কেউ কোন থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।