অনলাইন ডেস্ক:
বিশ্বের শীর্ষ ধনী ও বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক ও তার সাবেক সঙ্গী গ্রিমসের দুটি নয়, তিনটি সন্তান রয়েছে। মাস্কের সর্বশেষ প্রকাশিত হতে যাওয়া জীবনীর বরাতে ওই সন্তানের পরিচয় পাওয়া গেছে। তার নাম টেকনো মেকানিকাস টাও।
শিশুটির পরিচয় এত দিন গোপন রাখা হয়েছিল। তবে তার লিঙ্গ বা বয়স জানানো হয়নি। নিউইয়র্ক টাইমসের বরাতে এ খবর প্রকাশ করেছে দ্য বিজনেস ইনসাইডার।
আরো পড়ুনঃ
প্রতিবেদনে বলা হয়েছে, মাস্কের জীবনী আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাজারে আসবে। এরই মধ্যে প্রি-অর্ডারের ভিত্তিতে জীবনীটি ‘অ্যামাজনের বেস্ট সেলার’ বইয়ের তালিকায় উঠেছে। বইটি লিখেছেন সাংবাদিক ওয়াল্টার আইজ্যাকসন। বইটি লেখার আগে তিনি মাস্কের সঙ্গে টানা দুই বছর ঘনিষ্ঠভাবে চলাফেরা করেন।
যুক্তরাজ্যের ইনডিপেনডেন্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের নতুন জীবনী থেকে জানা যায়, তিনি ও তার সাবেক সঙ্গী গ্রিমস দুটি নয় বরং তিনটি সন্তান জন্ম দিয়েছেন। এ নিয়ে মাস্কের সন্তানের সংখ্যা দাঁড়াল ১০। এই সন্তানদের মা তিনজন।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত কানাডার সংগীতশিল্পী ক্লেয়ার বাউচার গ্রিমস ও ইলন মাস্ক একসঙ্গে ছিলেন।
মাস্ক ও গ্রিমসের দুটি সন্তান রয়েছে। এর একটি ছেলে, অপরটি মেয়ে। একজনের জন্ম ২০২০ সালে ও অপরজনের পরের বছর মার্চে। এর পর তাদের বিচ্ছেদ হয়।
সম্প্রতি মাস্ক ইন্টারনেটে ভক্তদের জন্য তার যমজ সন্তানের ছবি শেয়ার করেন। ওই ছবিতে দেখা যায়, ইলন মাস্কের কোলে বসে রয়েছে একটি শিশু, অন্যটি শিভন জিলিসের কাছে। ২০২১ সালের নভেম্বরে টেক্সাসের অস্টিনে এই যমজ শিশুর জন্ম হয়। শিভন জিলিস কানাডার নাগরিক। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে কাজ করেন। এ ছাড়া মাস্ক ও তার সাবেক স্ত্রী কানাডার লেখক জাস্টিন উইলসনের ছয় সন্তান রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের প্রথম সন্তান নেভাডা আলেকজান্ডারের জন্ম হয়েছিল ২০০২ সালে। তবে শিশুটি জন্মের ১০ সপ্তাহের মাথায় মারা যায়।
আরো খবর
কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা জজ মহিউদ্দিন মুরাদ
জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতা ফুটবলে চ্যাম্পিয়ন কুতুবদিয়া হাইস্কুল
আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।