কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ৩য় ধাপে ২১দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠান উদ্ভোদন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।
উদ্বোধনকালে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনায় এবং দেশপ্রেমের মন্ত্রে দিক্ষিত হয়ে বাহিনীর প্রতিটি সদস্যকে দেশের সেবায় নিয়োজিত থাকতে হবে এবং এ লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান, হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গাসহ ব্যাটালিয়নের বিভাগীয় প্রশিক্ষকগণ।