সংবাদ বিজ্ঞপ্তি:
জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুবজোট, কক্সবাজার জেলা কংগ্রেস ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
কংগ্রেসের প্রথম অধিবেশন শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় জাসদ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম শুভ উদ্বোধন করেন। জাতীয় যুব জোট জেলার সভাপতি অজিক কুমার দাশ হিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকনুজ্জামান রোকন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাসদ কক্সবাজার জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসাইন মাসু, জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম মাইনুল আলম খান। কংগ্রেসের দ্বিতীয় পর্ব কাজী আরেফ আহমদ মিলনায়তনে সন্ধ্যা ৭:০০টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা ও শহর কমিটি থেকে আগত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে অজিত কুমার দাশ হিমু কে সভাপতি ও নুরুল আলম সিকদারকে সাধারণ সম্পাদক এবং একরামুল হক কন্ট্রাক্টারকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট জাতীয় যুব জোট কক্সবাজার জেলার কার্যকরী কমিটি গঠন করা হয়।
এ কমিটিতে অন্যান্য পদে যারা রয়েছেন- সহ-সভাপতি- লিটন দাশ, মিসবাহ উদ্দিন ইরান, বেদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ আমান উল্লাহ, ছিদ্দিক আহমদ আতিক, অর্থ সম্পাদক- নুরুল হক, যুব মহিলা সম্পাদক- মুন্নি বেগম, দপ্তর সম্পাদক- মোঃ শাহদাত চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক- আজিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক- মোঃ আলমগীর, রতন দে (সদর), ক্ষুদ্র জাতিসত্ত¡া ও সংখ্যালঘু বিষয় সম্পাদক- রতন দে, পরিবেশ বিষয়ক সম্পাদক- মোঃ বেলাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মোঃ বাবুল, ক্রীড়া বিষয়ক সম্পাদক- আকবর বাদশা পুতুল, বিজ্ঞান ও গবেষনা বিষয়ক সম্পাদক- মোঃ শামিম, কৃষি বিষয়ক সম্পাদক- ওবায়দুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মোঃ ওসমান গণি, গণমাধ্যম বিষয়ক সম্পাদক- বিকাশ দে, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে- আবদুর রহমান, শহীদুল ইসলাম খোকন, আবু তাহের, মোঃ নুরুল আবছার, মোঃ ইসমাইল, মাহিন উদ্দিন, দুদু মিয়া, নুর হোসাইন, মোঃ বাবু, জাকের হোসেন, দিদার মিয়া প্রমুখ।
জাতীয় যুবজোট কক্সবাজার জেলার নবগঠিত কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি রোকনুজ্জামান রোকন।
কাউন্সিল অধিবেশন শেষে নবনির্বাচিত সভাপতি অজিত কুমার দাশ হিমু ও সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার উপস্থিত সকল কাউন্সিলার, ডেলিগেট এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন, জেলা জাসদ নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নেতৃবৃন্দরা মনে করেন- সকলের সার্বিক সহযোগীতায় যুবজোটের সম্মেলন ও কাউন্সিল সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
নবগঠিত কমিটি বাংলাদেশের অবিসংবাদিত নেতা জননেতা হাসানুল হক ইনুর নির্দেশিত মতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, সুশাসনের আন্দোলন ও যুব অধিকার আদায়ের আন্দোলন বেগবান করার কাজ চালিয়ে যাবে বলে অঙ্গীকার করেন।