আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি ব্যাংক থেকে টাকা তুলেন স্ত্রীর চিকিৎসা খরচের জন্য একজন মসজিদের ইমাম। তিনি উঠানো ৪৫ হাজার টাকা সহ ব্যাগ নিয়ে সিএনজি যোগে বাসায় ফিরছিলেন।
টাকা ছাড়াও তার ব্যাগের মধ্যে পাসপোর্ট, সার্টিফিকেট, ডাক্তারি রিপোর্ট ছিল। পৌঁছানোর পর নামার সময় ভুলে সিএনজি তে ব্যাগ রেখে বাসায় চলে যান।
অনেক খোঁজের পর অটোরিকশাটির সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানান। অভিযোগ পেয়ে ব্যাগ উদ্ধারে নামে নগরীর হালিশহর থানার একটি টিম।
হালিশহর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়সার হামিদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলের আশেপাশে বিভিন্ন বাসা বাড়ি ও দোকানে স্থাপন করা ১০টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়। বিস্তারিত তথ্য সংগ্রহ করে নগরের একে খান, অলংকার মোড় এবং নিউমার্কেট এলাকায় সিএনজি অটোরিকশার সন্ধান চালানো হয়।
এক পর্যায়ে বাকলিয়ার মিয়া গলি এলাকা থেকে অটোরিকশাটি শনাক্ত করে নজরুল ইসলামকে হারানো ব্যাগটি ফিরিয়ে দেওয়া হয়।