কুতুবদিয়া প্রতিনিধি:
গত ১ সেপ্টেম্বর কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় চাচাতো বোনকে কুপিয়ে বাড়ি লুট করার ঘটনায় জামাই ফোরকান না থাকার পরও মিথ্যা আসামি দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে শ্বশুর মোঃ হাছান আলী’র বিরুদ্ধে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে এই অভিযোগ করেন।
জানা গেছে, ঘটনার দিন ২নং আসামি ফোরকান গত ১ সেপ্টেম্বর সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত ধূরুং বাজার কাইছারের কাপড়ে দোকানে অবস্থান করছিলেন। একটা জায়গায় বিক্রির বিষয়ে অভিযুক্ত ফোরকান ও দক্ষিণ ধূরুং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ দোকানদার কাইছার আলাপ করছিলেন।
এ দোকানে অবস্থানের বিষয়টি জানতে চাইলে সাধারণ সম্পাদক আরিফ বলেন, দক্ষিণ ধূরুং ইউনিয়নের মশরফ আলী পাড়ার মোনতাহা নামে একটি মেয়েকে তার আপন চাচাতো ভাই ফোরকান কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় দক্ষিণ ধূরুং ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড নেতা ফোরকানকে ২ নং আসামি করা হয়েছে। ঘটনার সময় ফোরকান ধূরুং বাজারে তার সাথে ছিলেন একটি জায়গা নিয়ে আলাপ করছিলেন। মিথ্যা আসামি করায় তিনি নিন্দা জানান এবং বিস্ময় প্রকাশ করেন৷
অভিযুক্ত ফোরকান বলেন, আগে থেকে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভাল নেই আমার। চাচাতো শ্বশুর আমাকে জড়িয়ে মিথ্যা আসামী করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়রানি করছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানান মিথ্যা হয়রানির মামলা থেকে অব্যাহতি ও ঘটনার ন্যায়বিচার দাবি করে তদন্তপূর্বক প্রকৃত দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এবিষয়ে মামলার বাদী শ্বশুর হাছান আলীর সাথে কথা হলে তিনি বলেন, ২নং আসামী ওয়ার্ড নেতা ফোরকানের (৩৫) হুকুমে মেয়ে মোনতাহাকে কুপিয়েছে তাঁর শালা মামলার ১নং আসামী ফোরকান (২৫) গুরুত্বর জখম করেছে। এখনো মেয়ে চট্টগ্রাম হাসপাতালে ক্ষত বিক্ষত অবস্থায় মৃত্যু শয্যায় কাতরাচ্ছে । অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবি জানান তিনি।
কুতুবদিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক রায়হান উদ্দিন বলেন, কোন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে না । বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।