মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের সাবেক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) এবং বর্তমানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার আলমগীর মোহাম্মদ ফারুকীর পিতা, চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মুহাম্মদ ফারুকীর মৃত্যুতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এসোসিয়েশন এর কক্সবাজার জেলা সভাপতি, কক্সবাজার জেলা জজ আদালতের নাজির বেদারুল আলম এবং সাধারণ সম্পাদক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী এক শোকবার্তায় মরহুমকে একজন সফল পিতা ও সফল অভিবাবক হিসাবে উল্লেখ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। এসোসিয়েশন এর নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব গোলাম মুহাম্মদ ফারুকী একজন সমাজ সংস্কারক হলেও প্রচার বিমুখ ছিলেন। তাঁর সম্পৃক্ত থাকা অনেক কল্যানকর প্রতিষ্ঠান সমাজে নিরন্তর আলো ছড়াচ্ছে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।
চট্টগ্রামের প্রবীণ ব্যবসায়ী, বিশিষ্ট সমাজকর্মী আলহাজ্ব গোলাম মুহাম্মদ ফারুকী (৭২) শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে চট্টগ্রাম শহরের ম্যাক্স হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
আলহাজ্ব গোলাম মুহাম্মদ ফারুকী শনিবার সন্ধ্যা ৬ টার দিকে চট্টগ্রাম শহরের আলকরনস্থ নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ পড়লে তাঁকে তাৎক্ষণিক ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে সন্ধ্যা ৭ টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান।
চট্টগ্রাম শহরের রিয়াজুদ্দিন বাজারের তামাককুন্ডী রোডস্থ জনতা মার্কেটের সত্বাধিকারী আলহাজ্ব গোলাম মুহাম্মদ ফারুকী রাউজান উপজেলার চিকদাইর গ্রামের হজরত আকবর শাহ (র:) বাড়ির মরহুম আলহাজ্ব জাকের হোসেন ফারুকীর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র বিচারক আলমগীর মুহাম্মদ ফারুকী, একমাত্র কন্যা কাতার প্রবাসী জেবুন্নেছা ফারুকী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
একজন সৎ ব্যবসায়ী, ধর্মপরায়ন, সজ্জন মানুষ হিসাবে সবার কাছে সুপরিচিত আলহাজ্ব গোলাম মুহাম্মদ ফারুকী হজরত আকবর শাহ (র:) মাজারের নায়েবে মতোয়াল্লী ছিলেন। তিনি মসজিদ, মাজার, ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক কল্যানকর প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে চট্টগ্রাম শহরের আলকরণ, রিয়াজ উদ্দিন বাজার, রাউজানের চিকদাইর হজরত আকবর (রা:) মাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানাজা :
চট্টগ্রামের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মুহাম্মদ ফারুকীর প্রথম নামাজে জানাজা রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় চট্টগ্রাম শহরের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সোবহানিয়া আলীয়া মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা কাজী মাঈনুদ্দীন আশরাফীর ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, চট্রগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূইয়া, অন্যান্য বিচারকবৃন্দ, বিজ্ঞ আইনজীবীগন, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, আত্মীয়, বন্ধু বান্ধব, শুভানুধ্যায়ী সহ প্রচুর মুসল্লী অংশ নেন। জানাজার পূর্বে মরহুমের মৃতদেহে চট্রগ্রাম জেলা জজশীপের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এছাড়া, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: আশরাফুল কামাল এর পক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং শোকবার্তা দেওয়া হয়।
রোববার আছরের নামাজের পর মরহুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর গ্রামের হজরত আকবর শাহ (র:) মাজার সংলগ্ন মাঠে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।