মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা আগামী সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও কক্সবাজারের নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন সভাপতিত্ব করবেন।
কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, সোমবারের মাসিক সভায় যোগ দিতে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সমাজসেবা বিভাগের উপপরিচালক, জেল সুপার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা তথ্য অফিসার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, জিপি, পিপি, স্পেশাল পিপি, বেসরকারি কারাগার পরিদর্শক, মানবাধিকার কাউন্সিলের জেলা সভাপতি, ইউএনডিপি'র প্রকল্প পরিচালক, ইউএনএইচসিআর-এর প্রটেকশন অফিসার, ব্লাস্টের জেলা প্রতিনিধি, জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের প্রতিনিধি, ইয়াং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশান এর প্রধান নির্বাহী, ব্র্যাকের প্রধান নির্বাহী, এক্সপাউরুল এর নির্বাহী পরিচালক, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের জেলা ম্যানেজার, জেলা জজ আদালতের নাজির, লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের-কে সভায় উপস্থিত হতে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া জেলার সকল বিজ্ঞ বিচারকগণ সভায় উপস্থিত থাকবেন।
গুরুত্বপূর্ণ এ সভায় উপস্থিত হতে জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।