রামু প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রামুতে শনিবার, ২৩ সেপ্টেম্বর বিকাল ৩ টায় রামু খিজারী স্টেডিয়ামে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজিত এ জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সাইমুম সরওয়ার কমল এমপির নেতৃত্বে রামু উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে ১১ ইউনিয়নের ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সভা সম্পন্ন করে। এসব প্রতিনিধি সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয় ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় প্রধানমন্ত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারে উন্নয়ন এবং আগামী দিনের কর্মসূচি তুলে ধরা হয়।

আরো পড়ুন: পাচার হওয়া স্বর্ণের বারসহ এক রোহিঙ্গা আটক

বিশাল জনসভায় সভাপতিত্ব করবেন- কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী। জনসভায় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এদিকে সাইমুম সরওয়ার কমল এমপির জনসভাকে ঘিরে রামুতে তৃণমূলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। রামু স্টেডিয়ামে বিশাল মঞ্চ তৈরিসহ নানান আয়োজন সম্পন্ন হয়েছে। জনসভায় সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে মিছিলে মিছিলে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আরো খবর

পাচার হওয়া স্বর্ণের বারসহ এক রোহিঙ্গা আটক

ওয়ালটন বিশেষ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব শুরু

জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা সোমবার

আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।