সিবেএন ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় মুরগি বহনকারী পিকআপ ভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
শনিবার(২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর দনিয়া টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক নোয়াখালীর রায়পুরের আবুল কাশেম বকুলের ছেলে মাসুদ আহম্মেদ ওরফে রাসেল (২৯)। মাসুদ যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ছোট ভাই মো. ফয়সাল আহম্মেদ বলেন, রাস্তা পারাপারের সময় মুরগি বহনকারী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মাসুদকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করেন। গতকাল দিবাগত রাত একটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মাসুদের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।