মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের প্রবীণ সাংবাদিক প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযুদ্ধের বীর সংগঠক প্রিয়তোষ পাল পিন্টু আর নেই। রোববার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টার দিকে ভারতের কলকাতাস্থ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।
প্রয়াত প্রিয়তোষ পাল পিন্টু'র পারিবারিক সুত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রিয়তোষ পাল পিন্টু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি দৈনিক সংবাদ, দৈনিক বাংলার বাণী, দৈনিক পূর্বকোণ সহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। প্রিয়তোষ পাল পিন্টু কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।
পরলোকগমনকালে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানসহ আত্মীয় স্বজন ও বহুগুনগ্রাহী রেখে যান।
প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার প্রেসক্লাবের পক্ষে সভাপতি মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের পক্ষে সভাপতি মোঃ আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।
সিবিএন পরিবারের শোক
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজারের প্রথম অনলাইন সংবাদপত্র কক্সবাজার নিউজ (সিবিএন) সম্পাদক ও কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী। তিনি কক্সবাজারের সাংবাদিকতায় প্রিয়তোষ পাল পিন্টুর অবদানের কথা স্মরণ করে । এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।