আনোয়ার হোছাইন ঈদগাঁও:
কুতুব উদ্দীন (বাবুল) নামের চেক প্রতারণা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার( ২৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১১ টার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চকরিয়া থানা পুলিশের চৌকস কর্মকর্তা এএসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ দল চেকের মামলার উক্ত পলাতক আসামী গোপনে বাড়িতে অবস্থান করছে সংবাদ পেয়ে অভিযান চালায়। বাড়ি থেকেই তাকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ। ধৃত আসামী চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকার আবদুল হাকিমের ছেলে।
দীর্ঘদিন যাবত সে দুইটি চেক প্রতারণা মামলায় পলাতক ছিল বলে এ প্রতিবেদককে জানান, অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এএসআই জাহাঙ্গীর আলম। মামলার বাদি হচ্ছে একরামুল হক,পিতা মুস্তাফিজুর রহমান, ঈদগাঁও,কক্সবাজার ।