সিবিএন ডেস্ক:
খালেদ আহমেদের অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। ওই ম্যাচে বল হাতে বেশ ভালোও করেন এই পেসার।
তবে বিশ্বকাপের আগে খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ফেরানো হয়।
নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে করা হয় অধিনায়ক। তার সঙ্গে প্রথম দুই ম্যাচে দলে না থাকা মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামকেও তৃতীয় ম্যাচের দলে যুক্ত করা হয়।
তবে তাসকিন আহমেদ সরে গেছেন। সম্ভবত তার চোট সমস্যা আছে কিছুটা। তাই তৃতীয় ওয়ানডের দলে আবারও যুক্ত করা হয়েছে খালেদ আহমেদকে। সঙ্গে ঢুকেছেন আফিফ হোসেন ধ্রুবও।
শেষ ম্যাচে নেই তামিম ইকবাল, লিটন দাস, মোস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব।
তৃতীয় ওয়ানডের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, আফিফ হোসেন ধ্রুব।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।