শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়া থানার নবাগত ওসি শুভ রঞ্জন চাকমা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুতুবদিয়া থানা সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ পরিদর্শক রায়হান উদ্দিন, কুতুবদিয়া উপজেলা প্রেস ক্লাবে সভাপতি এসকে লিটন কুতুবী, কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী, অর্থ সম্পাদক এমএ মান্নান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি কাইছার সিকদার, দৈনিক ইনানী প্রতিনিধি ইফতেখার শাহজিদ, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি আবুল কাশেম, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শাহেদুল ইসলাম মনির, চ্যানেল এস প্রতিনিধি আনিসুর রহমান হিরু, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি হাসান মাহমুদ সুজন, মহিউদ্দিন, নাছির উদ্দিন প্রমুখ৷
এসময়, ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে।
তথ্য দিয়ে সহযোগিতা করে সব সময়। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অমানবিক ও বিট পুলিশিং কার্যক্রম, মাদক নির্মূলসহ পরিচ্ছন্ন দ্বীপ গড়তে সর্বাত্বক চেষ্টা করে যাবেন বলে জানান তিনি।