সিবিএন ডেস্ক:
কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলে ট্রাকের চাপায় বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম রুকন উদ্দিন খোকা (৪০)বদরখালী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজারে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কক্সবাজার জেলা শাখার সভাপতি, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডঃ শামীম আরা স্বপ্না এবং দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, এক যুক্ত বিবৃতিতে বদরখালী ইউনিয়ন পরিষদের মেম্বার ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি রোকন উদ্দিন খোকার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
নেতৃবৃন্দ, শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি সহানুভূতি জানিয়েছেন।