নিজস্ব প্রতিবেদক:
উখিয়ায় অনুপ্রবেশকারী ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত হয়েছেন সাংবাদিক রিদুয়ান সোহাগ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উখিয়া স্টেশনের যাত্রী ছাউনির পাশে হামলার ঘটনাটি ঘটে।
আহত রিদুয়ান উখিয়া অনলাইন প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি উখিয়ার সদস্য এবং পার্বত্য নিউজের উখিয়া প্রতিনিধি।
ঘটনাস্থল থেকে আহত রিদুয়ান সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সহকর্মী জসিম আজাদ ও সবুজ বড়ুয়া। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।
আহত সাংবাদিক রিদুয়ান সোহাগ জানায়, উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে ইমরান হোসাইন বাবু, মিজানুর রহমান আরিয়ানসহ ৬/৭ জনের সশস্ত্র একটি দল উখিয়া স্টেশনের জলিল প্লাজার সামনে আগে থেকে অবস্থান নিয়ে থাকে, এরপর তিনি হেটে যাওয়ার সময় অতির্কিত হামলা চালানো হয় তাঁর উপর।
তিনি আরও জানান, গত কয়েকদিন আগে উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আবু সুফিয়ানের পিতা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে গিয়ে সরকার বিরোধী মিছিলে অংশ নেওয়ার সংবাদটি প্রকাশ করে। এরপর কয়েকবার তাঁকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়। সর্বশেষ বুধবার সন্ধ্যায় তাঁকে হামলা করে।
উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আবু সুফিয়ানের পিতা ফিরোজ আহমেদ বিএনপির কর্মী। গত ২ সেপ্টেম্বর কোটবাজারে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারবিরোধী বিক্ষোভ মিছিলও সমাবেশ করে। এ সমাবেশে আবু সুফিয়ানের পিতা ফিরোজ আহমেদ উখিয়া থেকে একটি মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করে। এ মিছিলের নেতৃত্ব দেন তাঁর বাবা। মিছিলে যোগ দিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে ভাইরাল হয। শুধু আবু সুফিয়ান নয়, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান আরিয়ানের বাবাও একজন বিএনপি নেতা।
এ বিষয়ে রিদুয়ান সংবাদ প্রকাশ করলে তাঁর উপর ক্ষুব্ধ হন আবু সুফিয়ান। রিদুয়ান পার্বত্য নিউজের উখিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তাছাড়া তিনি উখিয়া অনলাইন প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি উখিয়া এর সদস্য। আহত রিদুয়ান উখিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম আজাদ জানান, উখিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটিতে ছাত্রদল থেকে অনুপ্রেশকারী আবু সুফিয়ানকে যুগ্ম আহবায়ক করা হয়েছে, এবং তাঁর বাবা বিএনপির একজন সক্রিয় কর্মী, এমনকি তাঁর আপন ভাইও বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিষয়টি অজানা নয়। এ সংক্রান্ত একটি সংবাদ রিদুয়ান সোহাগ তাঁর কর্মরত প্রতিষ্ঠানে প্রকাশ করলে তাঁর উপর আবু সুফিয়ান হামলা করে। বিষয়টি উখিয়া অনলাইন প্রেসক্লাব অবগত আছে। এ ঘটনায় রিদুয়ানকে আইনী সহায়তা দিতে উখিয়া অনলাইন প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি উখিয়া এবং জেলার নেতৃবৃন্দ ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।
এদিকে উখিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক তারেক হোসেন মানিকের বক্তব্য নিতে ঘটনার পর থেকেই মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসেন জানান, সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত দুঃখজনক। শীঘ্রই জড়িতদের বিষয়ে তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।