মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশ্ববর্তী আদর্শ মহিলা কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জহির আহমদ আর নেই। বুধবার ২৭ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)

মরহুম মাওলানা জহির আহমদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ার ছরার হেকিম মরহুম আবু ছৈয়দ এর পুত্র। মরহুম মাওলানা জহির আহমদ সাবেক আওয়ামী লীগ নেতা মরহুম রফিক আহমদ ও আদর্শ মহিলা কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফরিদ আহমদ চৌধুরীর ছোট ভাই এবং বিসিএস ১৮ তম ব্যাচের আনসার ভিডিপি’র উর্ধবতন কর্মকর্তা এস.এম আজিম উদ্দিন ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য অ্যাডভোকেট আমিন উদ্দিন এর বড় ভাই।

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর জোহরের নামাজের পর কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা মাঠে মরহুম মাওলানা জহির আহমদ এর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।