শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ গাউছিয়া কমিটি কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি, জাফর আলমের নেতৃত্বে আনন্দ মিছিল শুরু হয়ে আলী আকবর ডেইল ইউনিয়নের কুতুব আউলিয়া মাজার থেকে বড়ঘোপ ইউনিয়নের স্টিমার ঘাট প্রদক্ষিণ করে কুতুব আউলিয়া মাজারে এসে শেষ হয়।
অন্যদিকে,সৈয়দ মালেক শাহ কুতুব শরীফ দরবারের জিল্লুল করিমের নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে, হাজারো ধর্মপ্রাণ মুসল্লীদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে মিলাদ শরীফ ও বিশ্বের নির্যাতিত মুসলিমসহ সমগ্র দেশ জাতির ইহকালিন ও পরকালীন শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) এর মিছিল সমাপ্ত হয়।