বার্তা পরিবেশক :
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে খুরুশকুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে স্থানীয় সার্বজনীন শ্রীশ্রী রাস বিহারী মন্দিরের অতিথি ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
খুরুশকুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি কফিল দে অশোকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপপী শর্মা বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে শারদীয় দুর্গাপূজাকে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমূখর পরিবেশে উদযাপন করতে হবে। তিনি বলেন, আমরা পূজো করবো সাত্বিকভাবে। এতে প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম।
খুরুশকুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবলু পালের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্যে রাখেন-স্বপন কান্তি দে (এমইউপি), পরিতোষ পাল, বিমল কান্তি দে (সাবেক এমইউপি), লিটন পাল, বাবুল কান্তি পাল, পরিতোষ দত্ত, মাষ্টার পিকলুময় পাল, ছোটন কান্তি দে প্রমুখ। সভায় খুরুশকুল ইউনিয়নের সকল প্রতিমা ও ঘট পূজার সভাপতি-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতেই খুরুশকুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার রতন কান্তি দে এর রোগমুক্তি কামনায় প্রার্থনা করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।