মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
চার শতাধিক গাড়ীর বহর নিয়ে নিয়ে চট্টগ্রাম রোড মার্চে যোগদানের জন্য সড়কপথে চট্টগ্রাম রওয়ানা দিয়েছেন কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বৃহস্পতিবার ৫ অক্টোবর সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজার পৌর বিএনপি, কক্সবাজার সদর উপজেলা বিএনপি, রামু উপজেলা বিএনপি ও ঈদগাঁহ উপজেলা বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের ১২ সহস্রাধিক নেতা, কর্মী, সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় বিএনপি'র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল রোড মার্চে যোগ দিচ্ছেন বলে জানান, তাঁর একান্ত সহকারী মোহাম্মদ দেলোয়ার হোসাইন। পথিমধ্যে রোড মার্চে যোগ দিতে জড়ো হওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে লুৎফুর রহমান কাজল বিভিন্ন পথসভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তিনি আরো জানান, কক্সবাজার-৩ আসন এলাকা থেকে চট্টগ্রাম রোর্ড মার্চের উদ্দেশ্যে যাওয়া বিশাল বহরটি বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কর্ণফুলী নতুন ব্রীজের নিকট পৌঁছেছে। তিনি আরো জানান, রোড মার্চের বিশাল এই বহরে সাবেক এমপি লুৎফুর রহমান কাজল এর সাথে কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও সাবেক দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) ইমরান সালেহ প্রিন্সও রয়েছেন।
কক্সবাজার পৌর বিএনপি'র সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী জানান, শুধুমাত্র কক্সবাজার পৌরসভা থেকেই ৮৮ টি বাস, মাইক্রোবাস নিয়ে চট্টগ্রাম রোড মার্চে সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের নেতৃত্বে যোগদানের জন্য চট্টগ্রাম শহরের কাছাকাছি পৌঁছেছেন।
কক্সবাজার সদর উপজেলা বিএনপি'র সভাপতি সুবেদার মেজর (অব:) আবদুল মাবুদ জানান, গাড়ীর অভাবে অনেক নেতাকর্মী আগ্রহ থাকা সত্বেও রোড মার্চে আসতে পারেননি। তারপরও ৬৭ টি ছোট বড় যানবাহন নিয়ে কক্সবাজার সদর উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা লুৎফুর রহমান কাজল এর তত্বাবধানে রোড মার্চে যোগ দিচ্ছি।
রামু উপজেলা বিএনপি'র সভাপতি মোকতার আহমদ জানান, ৭৮ টি যানবাহন নিয়ে রামু উপজেলার নেতাকর্মী, সমর্থকেরা কক্সবাজার-৩ আসনের অভিভাবক লুৎফুর রহমান কাজল এর সাথে চট্টগ্রাম রোড মার্চে স্বৈরাচারী হাসিনার পতন আন্দোলনে যোগ দিতে যাচ্ছি।
ঈদগাঁহ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি একদফার আন্দোলন সফল নাহওয়া পর্যন্ত ঘরে নাফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ঈদগাঁহ উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মী, সমর্থকেরা সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এর নেতৃত্বে চট্টগ্রাম রোড মার্চে যোগ দিতে চট্টগ্রাম শহরের কাছাকাছি পৌঁছেছি।
এছাড়া, অংগ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মী ও সর্মথকদের নিয়ে রোড মার্চের এই বহরে প্রায় একশত যানবাহন রয়েছে বলে জানান, লুৎফুর রহমান কাজল এর একান্ত সহকারী মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
রামু'র রশিদনগর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, হাসিনা পতনের আন্দোলনে রোড মার্চে যোগ দিতে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার শেষ নেই। আন্দোলনে একটা উৎসবূখর পরিবেশ বিরাজ করছে। একদফার আন্দোলনে সফলভাবে নেতৃত্ব ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ায় তিনি সাবেক এমপি লুৎফুর রহমান কাজল সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এদিকে, সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, বিএনপি'র রোড মার্চ সহ সকল আন্দোলন আশাতীত সফল হয়েছে। বিএনপি ও সমমনা রাজনৈতিক দল গুলোর গণতন্ত্র উদ্ধারের আন্দোলন এখন গণ অভ্যুত্থানে রূপ নিচ্ছে। সরকারের পায়ের নিচ থেকে এখন মাটি সরে গেছে। খুব সহসায় অনির্বাচিত শেখ হাসিনার পতন হবে। অত্যন্ত কষ্ট ও আগ্রহ নিয়ে চট্টগ্রাম রোড মার্চে যোগ দেওয়ায় কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাহ) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল একই আসনের সর্বস্থরের নেতাকর্মী, সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। ভোটের অধিকার ও গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলনে ভবিষ্যতেও দল থেকে যেসব কর্মসূচী আহবান করা হবে, সেসব কর্মসূচীও সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন- কক্সবাজারের জনপ্রিয় রাজনীতিবিদ লুৎফুর রহমান কাজল।