নিজস্ব প্রতিবেদকঃ
হিমছড়ি তালিমুল কুরআন কমপ্লেক্স মাদরাসায় হিফজুল কুরআনের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) বিকালে মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন সংস্থার কেন্দ্রীয় সভাপতি শাইখ ক্বারী ইলিয়াস লাহোরী।
প্রধান বক্তা ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মুফতি সুলতান মাহমুদ।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও কক্সবাজার লালদীঘি জামে মসজিদের খতিব হাফেজ মুহাম্মদ ইউনুছ ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে যারা হিফ্জ সবক আরম্ভ করেন তারা হলেন, রায়হান আলী রাম্ভী, মুহাম্মদ কাউছার, জান্নাতুল ফেরদাউস ও জান্নাতুন নাঈমা।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মুহাম্মদ রিয়াদ হায়দার, সাংগঠনিক সম্পাদক ক্বারী মুরাদ হোসাইন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ মাহমুদ, হাফেয মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী, সহ সংগঠনিক সম্পাদক হাফেজ মুফতি জুবায়ের আল আরবি।
উপস্থিত ছিলেন, দারুল কুরআন কক্সবাজারের পরিচালক মাওলানা ক্বারী সাইফুল্লাহ কাসেমী, সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর, ছেপটখালী কা’আব বিন মালেক (র) মাদরাসার পরিচালক মাওলানা রফিকুল ইসলাম, তাহসীনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা কোর্টবাজারের সহকারী পরিচালক হাফেজ মাওলানা সানা উল্লাহ ও সাংবাদিক মাহবুবুল আলম মিনার।
এর আগে অতিথিরা মাদরাসা প্রাঙ্গণে পৌঁছলে শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শামসুল আলম।
হিমছড়ির প্রকৃতিঘেরা পরিবেশে তালিমুল কুরআন কমপ্লেক্সের মতো সুন্দর একটি প্রতিষ্ঠানের অবস্থান ও পড়ালেখার মান দেখে অতিথিবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেন।