হ্যাপী করিম, মহেশখালী:
মহেশখালীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকালে মহেশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার অনুষ্ঠিত হয়।
উপজেলা চত্বর হতে র্যালীটি বের হয়ে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষ হয়, এবারের প্রতিপাদ্য ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এর ওপর ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন..কক্সবাজার-২, মহেশখাললী-কুুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউছার আহমেদ এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা'র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজবীর হোসেন, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, উপজেলা মৎস্য ফিসারিস অফিস আলা উদ্দিন, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ'সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন সিপিপি সদস্য, এনজিওকর্মী, শিক্ষার্থীরা, নানা শ্রেনীর মানুষ অংশ নেন।
এতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহেশখালী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার পুলক কান্তি সরকার নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্য'রা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে রক্ষায় বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেছেন।