ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার পৌরসভার অন্যতম বাণিজ্যিক এলাকা এবিসি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৭ বছর পরে পৌর মেয়র মাহবুবুর রহমানের মধ্যস্ততায় শতভাগ গণতান্ত্রিক পন্থায় নেতৃত্ব নির্বাচন করেছে ব্যবসায়ীরা। হাবিব-মিজান ও সোহাগ-মহিউদ্দিন এই দুই প্যানেল থেকে ২২ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহণ করে। সেখান থেকে বিভিন্ন পদে ১১ জন বিজয়ী হয়েছে।
বড় বাজার পৌরসভা মার্কেটের দ্বিতীয় তলায় শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গণনা শেষে বিকেল পাঁচটার দিকে ফলাফল ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার মাস্টার বোরহান উদ্দিন। মোট ১১৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১১৮টি। ন্যুনতমও বিশৃঙ্খলা ছাড়া ভোট গ্রহণ শেষ হয়েছে। পুরো নির্বাচনজুড়ে প্রার্থী ও সাধারণ ভোটারদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল, যে কোন নির্বাচনের জন্য এই ভোট একটি দৃষ্টান্ত মনে করা হচ্ছে।
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে হাবিবুর রহমান (চাকা) ৬০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মোঃ দুখুলুল ইসলাম সোহাগ (আনারস) পেয়েছেন ৫৮ ভোট।
সহসভাপতি পদে মোঃ জিয়াবুল হক (হরিণ) ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী লুৎফর রহমান (হারিকেন) পেয়েছেন ৫৫ ভোট।
সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মিজানুর রহমান (পাঞ্জাবি) ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ মহি উদ্দিন (মোরগ) পেয়েছেন ৫৫ ভোট।
সহ সাধারণ সম্পাদক পদে মোঃ রাসেদুল হক (গোলাপ ফুল) ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী শামসুল আলম (ইলিশ মাছ) পেয়েছেন ৫০ ভোট।
অর্থ সম্পাদক পদে দোয়াত কলম প্রতীকে ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সজিত দাশ। নিকটতম প্রার্থী মাহাফুজুর রহমানের বই মার্কায় পেয়েছেন ৪৫ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইফতেখার হোসেন। ছাতা প্রতীকে তার ভোট ৮২। প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম মোটর সাইকেলে ৩৩ ভোট পেয়েছেন।
প্রচার ও দপ্তর সম্পাদক পদে মাইক প্রতীকে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নয়ন দেবনাথ। নিকটতম প্রার্থী মোহাম্মদ আলমগীর মোবাইল প্রতীকে ৪৫ ভোট পান।
ক্রীড়া ও সমাজ কল্যাণ পদে নির্বাচিত হয়েছেন মোঃ মোরশেদুল আলম। ক্রিকেট ব্যাটে তিনি ৬০ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী বাহা উদ্দিন ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৩ ভোট।
কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, আকতার কামাল (আপেল ৭১), মোহাম্মদ আজিজুল হক (প্রজাপতি ৬৫) ও মোরশেদুল আলম-৩২ (সিলিং ফ্যান ৫০)
এছাড়া নুরুল আলম (ব্ল্যাকবোর্ড) ৪৫ ভোট, মোহাম্মদ আমান উল্লাহ (কলসী) ৪৮ ভোট এবং মোরশেদুল আলম-১০৪ (উটপাখি) ৪৮ ভোট পান।
এতে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, আলহাজ্ব ফিরোজ আহমদ ওসমানী ও খালেদ উমর রানা।
সার্বিক সহযোগিতা ছিলেন, শহিদুল ইসলাম শহীদ, মোতাহের হোসেন, জসিম উদ্দিন, সালাহ উদ্দিন।
নির্বাচন পর্যবেক্ষণ করেন, ফরিদ আহমদ চৌধুরী, জেবর মুল্লুক, মোঃ হাশেম সওদাগর, নুরুল কবির চৌধুরী, শওকত ওসমান পিয়ারুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। মিডিয়া পর্যবেক্ষক ছিলেন কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)এর বার্তা সম্পাদক ইমাম খাইর।
বিজয়ী ও বিজিত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নির্বাচন কমিশন। দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সেই সঙ্গে উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষ ভোট গ্রহণে যারা দায়িত্ব পালন করেছেন সবার প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন।