ইমাম খাইর, সিবিএনঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে কক্সবাজার ও বান্দরবান জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (১৭ অক্টোবর) কক্সবাজারের লিংক রোড, মেরিন ড্রাইভ সড়ক, উখিয়া-টেকনাফ সড়ক এবং বান্দরবান-চট্টগ্রাম সড়কে ৪টি চেকপোস্ট স্থাপন করা হয়।
এছাড়া কক্সবাজারের কলাতলি, বাজারঘাটা, বাস টার্মিনাল, ডলফিন মোড়, লাবণী পয়েন্ট, লিংক রোড, রামু ফুটবল চত্বর, টেকনাফ শাপলা চত্বর, ঝর্ণা চত্বর, শাহ পরীর দ্বীপ, হ্নীলা, সাবরাং, পালংখালী, উখিয়া টিভি স্টেশন বাজার, উখিয়া কোর্ট বাজার এবং বান্দরবান জেলার হাসপাতাল মোড়, কুহালং, তালুকদার পাড়া, রেইসা, মেঘলা, রুমা, টংকাবতী, রোয়াংছড়ি এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী জানান, আগামী ২০ অক্টোবর ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু। ২৪ অক্টোবর বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্যদিয়ে দূর্গাপূজা শেষ হবে।
এ উপলক্ষ্যে র্যাব-১৫ এর দায়িত্বপূর্ণ কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে র্যাবের চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোলিং এর ফলে কক্সবাজার ও বান্দরবানের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর কোন ঘটনা পরিলক্ষিত হয়নি।
হিন্দু ধর্মালম্বীরদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য যেকোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে র্যাব-১৫ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলে জানান মোঃ আবু সালাম চৌধুরী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।