মোঃ খাইরুল এনাম
জাগো ঈমানদার চলছে লড়াই
ঘুমিয়ে কেন মুসলিম?
ইহুদী ইসরায়েল মারছে বোমা
জ্বলছে ফিলিস্তিন!
আমেরিকা আজ হাত বাড়িয়ে
দিচ্ছে নানান অস্ত্র,
মুসলিম মোরা ঘোমটা পরে
পড়ি ইংরেজি শাস্ত্র!
কেমন করে মরছে মানুষ
মরছে শিশু, নারী।
বোমা মেরে উড়িয়ে দিচ্ছে
হাজারো পাকা বাড়ি!
হাসপাতালে মারছে বোমা
ঝরছে নিরীহ প্রাণ,
যুদ্ধে মাতাল আমেরিকা আজ
কি আছে তার মান?
মুসলিম বিশ্ব তাকিয়ে কেন?
সময় গড়িয়ে চলে!
যুদ্ধে যাবার এইতো সময়
আইনা দলে দলে।
মরতে সবার হবে একদিন
শহীদি মরণ চাই,
মৃত্যু পরে হউক যেন মোর
বেহেশত্ হবে ঠাঁই।।
(কবি : সাবেক চেয়ারম্যান, মগনামা ইউনিয়ন পরিষদ এবং সভাপতি, মগনামা ইউনিয়ন আওয়ামী লীগ, চকরিয়া, কক্সবাজার)