বুধবার, ২ জুলাই ২০২৫
চিরিংগা হাইওয়ে থানার উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ পালন
প্রকাশিত - অক্টোবর ২১, ২০২৩ ৭:১২ পিএম
ইমাম খাইর, সিবিএনঃ
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের চিরিংগা থানায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
'কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি-শৃংঙ্খলা সর্বত্র' এই প্রতিপাদ্যে শনিবার (২১ অক্টোবর) থানা প্রাঙ্গণে ওসি খোকন কান্তি রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.জাবেদ মাহমুদ।
থানার সেকেন্ড অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, চিরিঙ্গা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটি সভাপতি মোহাম্মদ আবু মুছা, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, চিরিংগা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জহির আহাম্মদ, চকরিয়া বাস টার্মিনাল কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা কামাল আজাদ, মোহাম্মদ আবু মুসা, মো. ছরোয়ার আলম, সভাপতি, একরামুল হক, আভিদুল হক, মো. জারশেদ, মো. নুরুল আমিন সওদাগর।
এছাড়া চিরিংগা হাইওয়ে থানাধীন কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন বিট কমিটির সদস্যসহ স্থানীয় পরিবহন মালিক, চালক, শ্রমিকসহ আমজনতা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 CBNBD.COM- News Portal Of Cox's Bazar. All rights reserved.