মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দে আর নেই। শনিবার ২১ অক্টোবর সকাল ১০ টার দিকে চট্টগ্রাম শহরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।
অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক প্রয়াত হৃদয় রঞ্জন দে’র সন্তান এবং কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কের বাসিন্দা। অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দে ১৯৮৬ সালের ১৮ মার্চ কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নবীন আইনজীবী হিসাবে যোগদান করে দীর্ঘ ৩৭ বছর আইন পেশায় নিয়োজিত ছিলেন।
আইনজীবী সমিতির শোক :
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দে এর পরলোকগমনে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক গভীর শোক প্রকাশ করেছেন। আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের পক্ষে নেতৃদ্বয় পরলোকগত অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দে এর বিদেহী আত্মার সদগতি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।