কুতুবদিয়া প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন কুতুবদিয়ার সন্তান আশেকুর রহমান। তরুণ এ রাজনীতিবিদ কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধা জালাল আহমেদের মেজ ছেলে এবং কক্সবাজার পৌর যুবলীগ নেতা মাশেকুর রহমানের বড় ভাই আশেকুর রহমান। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। এই কমিটির কো-চেয়াম্যান আলহাজ্ব এ কে এম রহমত উল্লাহ এমপি এবং সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
শনিবার (২১ সেপ্টেম্বর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য আশেকুর রহমান জীবনের শুরু থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত। তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের সদস্য। স্কুল জীবন থেকেই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
উচ্চমাধ্যমিক শিক্ষাবর্ষে থাকা অবস্থায়ই ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বাল্য জীবন থেকে এখন পর্যন্ত তরুণ এই রাজনীতিবিদ সবসময়ই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বড় বড় রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে প্রত্যক্ষভাবে কাজ করে যাচ্ছেন।