সংবাদ বিজ্ঞপ্তিঃ
চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আবদুল বারী পাড়ার শহীদ ফোরকানুল ইসলামের বিধবা স্ত্রীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অটোরিকশা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে অটোরিকশাটি হস্তান্তর করেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক উপাধ্যক্ষ আব্দুর রব।
শহীদ ফোরকানের নাতনী ও মেয়ের জামাই স্ত্রীর পক্ষে অটোরিকশা টি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অঞ্চল টিম সদস্য ও কক্সবাজার জেলার সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, কক্সবাজার শহর আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য, চকরিয়া পেকুয়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, সাবেক উপজেলা আমীর মাওলানা সাবের আহমদ, উপজেলা নায়েবে আমীর মোহাম্মদ মুসা, পৌরসভা সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা জামাল উদ্দীন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা কর্মপরিষদ সদস্য ওমর আলী, পৌরসভা কর্ম পরিষদ সদস্য ও শ্রমিক নেতা শওকত আলম, চকরিয়া শহর ছাত্রশিবিরের সভাপতি জাহেদুল ইসলাম, ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ জুনাইদ প্রমুখ।