বুধবার, ১২ মার্চ ২০২৫
শনিবার কক্সবাজার আসছেন আওলাদে রাসূল (স:) সায়্যিদ আযহার মাদানী
প্রকাশিত - অক্টোবর ২৬, ২০২৩ ৭:১৯ পিএম

নিজস্ব প্রতিবেদক
আগামী কাল (২৮ অক্টোবর, শনিবার) জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজার আসছেন আাওলাদে রাসূল (স.) শাইখুল আরব ওয়াল আজম সায়্যিদ হোসাইন আহমদ মাদানি রহিমাহুল্লাহ'র দৌহিত্র, প্রখ্যাত ইসলামিক স্কলার আল্লামা সায়্যিদ আযহার মাদানী (ছাহেবযাদা সায়্যিদ আরশাদ মাদানি হাফিযাহুল্লাহ জামিয়া দারুল উলুম দেওবন্দ)।
তিনি জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজার প্রধান মেহমান হিসাবে ২৪ তম বার্ষিক দ্বীনি মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। পাশাপাশি ছাত্রদের হাদিসের দরস দিবেন এবং জোহরের নামাজের ইমামতি করার কথা রয়েছে।
মাহফিলে দেশবরেণ্য বহু বিদগ্ধ ওলামা-মাশায়েখ, লেখক-গবেষক, বুদ্ধিজীবি ও বিখ্যাত ইসলামী আলোচকবৃন্দ উপস্থিত থাকবেন।
দ্বীনি মাহফিলে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজারের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা সালাহুল ইসলাম।
Copyright © 2025 CBNBD.COM- News Portal Of Cox's Bazar. All rights reserved.