মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
অসচ্ছল, গরীব, প্রতিবন্ধী, নির্যতিত নারী ও সহায় সম্বলহীন মানুষের বিচারিক সেবা পাওয়ার অধিকার লিগ্যাল এইড আইনে সুনিশ্চিত করা হয়েছে। সরকারি খরচেই এ ধরনের অসচ্ছল নাগরিকদের আইনি ও বিচারিক সেবা পাওয়ার অবারিত সুযোগ রয়েছে। কিন্তু এ বিষয়ে আমজনতা খুব বেশি অবহিত নন। তাই কক্সবাজারে তৃনমুল পর্যায়ে লিগ্যাল এইড এর কার্যক্রম আরো গণমূখী এবং ব্যাপকভাবে ছড়িয়ে দিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। যাতে প্রান্তিক জনগোষ্ঠী সরকারের এ আইনের আরো বেশি সুফল ভোগ করতে পারে।
রোববার (২৯ অক্টোবর) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহীন উদ্দিন জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি’র সঞ্চালনায় সভায় কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন, কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল, কক্সবাজার সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মহিউদ্দিন মো: আলমগীর, কক্সবাজার জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়া, কোর্ট পুলিশ ইন্সপেক্টর সাঈদুর রহমান, প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ আহসান উল্লাহ, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, সমাজসেবা’র ডিডি’র প্রতিনিধি মো: সাইদুজ্জামান মজুমদার, এনজিও এক্সপাউরুলের নির্বাহী পরিচালক কানন পাল, ইএসডিও’র ডিস্ট্রিক্ট ফোকাল অফিসার নুর মোহাম্মদ, ওসিসি’র ল’ অফিসার লুবনা মুশতারী, ইসপা’র সিএম খালেদা আকতার, সাহিদা আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিগত এক বছরে কক্সবাজার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মোট এক কোটি ১৯ লক্ষ ৫২ হাজার ৩২ টাকা মোহরানা সহ অন্যান্য খাতে অর্থ আদায় করা হয় বলে জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি সভায় তথ্য প্রকাশ করেন। যা খুবই প্রশংসনীয় আদায় বলে সভায় অভিমত প্রকাশ করা হয়। মাসিক সভায় কক্সবাজার জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার নিয়মিত কার্যক্রমের উপর উম্মুক্ত আলোচনা ও অনুমোদন করা হয়।
সভায় প্রধান সহকারী মোহাম্মদ ইমতিয়াজ প্রজেক্টরের মাধ্যমে কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসের বিগত এক বছরের কার্যক্রম প্রদর্শন করেন। প্রদর্শিত কার্যক্রম দেখে উপস্থিত সকলে বেশ সন্তোষ প্রকাশ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।