প্রেস বিজ্ঞপ্তি :

দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দূর্ণিতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন- জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবী আদায়ের লক্ষে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ী বাড়ী তল্লাশী, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবী আদায়ের লক্ষে আগামী ৩১ অক্টোবর এবং ১ ও ২নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ ও হুইপ জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরীর দিক নির্দেশনায় টেকনাফের হ্নীলা স্টেশনে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রশিদুল আলম চৌধুরী,হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হৃদয়,হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদের,যথাক্রমে যুগ্ম আহবায়ক জামাল হোসাইন,শামশু উদ্দিন,মামুন সিকদার,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হাসেম,শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামশুল আলম,ছাত্রদলের সভাপতি শামশু উদ্দিন বাহাদুর বাদল,সাধারণ সম্পাদক নাজমুল হুদা,যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান প্রমুখ।